Saturday, December 6, 2025

এবার করোনায় মারা গেলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মহসীন

করোনাভাইরাসের তাণ্ডবে পড়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা ব্যক্তিদের মৃত্যু বাড়ছে। একুশে পদকপ্রাপ্ত শিল্পী মিতা হক, চলচ্চিত্রের মিষ্টি মেয়ে খ্যাত সারাহ বেগম কবরীর পর এবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এস এম মহসীন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছির ৭৩ বছর।বিষয়টি নিশ্চিত করেছেন এস এম মহসীনের ছেলে বাসেদ মহসিন।এস এম মহসীন প্রায় চার দশক ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করছেন। অভিনয়ে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০২০ সালে একুশে পদক পান।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর