Saturday, December 6, 2025

সাতক্ষীরার সব পর্যটন ও বিনোদনকেন্দ্র বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাতক্ষীরায় সব ধরনের সভা-সমাবেশ, পর্যটন ও বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এছাড়া গণপরিবহন ও হাট-বাজারে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে। এ নির্দেশনা ১ এপ্রিল থেকে পরবর্তী ১৫ দিন কার্যকর থাকবে।বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সাতক্ষীরায় সব ধরনের জনসমাবেশ আগামী ১৫ দিনের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে। পর্যটন/বিনোদনকেন্দ্র/সিনেমা হল ইত্যাদি এ নির্দেশনার আওতায় আসবে।আরো বলা হয়, হোটেল-রেস্তোরাঁয় স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র খাওয়া-দাওয়া করা যাবে। অপ্রয়োজনীয় আড্ডা ও জনসমাগম করা যাবে না। শপিংমল ও হাট-বাজারে ক্রেতা-বিক্রেতাকে মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আন্তঃজেলা ও অভ্যন্তরীণ রুটের বাস মালিকদের সরকারি নির্দেশনা মোতাবেক যাত্রী পরিবহন এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর