এবার ওয়েব সিরিজে পা রাখতে চলেছেন জয়া আহসান। বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মের নতুন স্ট্রিমিং জোন হিপ্পিক্স–এ আসতে চলেছে ‘চালচিত্র’। এই সিরিজেই অভিনয় করতে দেখা যাবে তাকে।
পঞ্চাশের মন্বন্তরের প্রেক্ষাপটে লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী ‘‘বিপদ’ অবলম্বনে এই সিরিজটি তৈরি হতে চলেছে। পরিচালক চিত্রভানু বসু। এই গল্পে প্রধান চরিত্র হাজু নামের একটি মেয়ে, যে খিদের জ্বালায় খাবার চুরি করতে থাকে। এই ভূমিকাতেই দেখা যাবে জয়াকে।
এছাড়াও নতুন এই ছবিতে অন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সব্যসাচী চক্রবর্তী। তবে কবে এই সিরিজের শুটিং শুরু হবে বা কবে স্ট্রিমিং হবে সে বিষয়ে কিছুই জানা যায়নি। ৩০ জানুয়ারি ধুমধাম করে হয়েছে ‘হিপ্পিক্স’ ওয়েব প্ল্যাটফর্মের লঞ্চ। সেই লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়া এহসান এবং ঋতুপর্ণা সেনগুপ্ত ।
ঝকঝকে দুই প্রতিভাকে নিয়ে ‘হিপ্পিক্স’-এর অরিজিনাল সিরিজ ‘সিমফনিক সিবলিংস’ আসছে খুব শীঘ্রই। এছাড়াও আরো নতুন নতুন সিরিজ দেখা যাবে নতুন এই ওটিটি প্ল্যাটফর্মে। হইচই সহ অন্যান্য ওঠিটি প্ল্যাটফর্মের সঙ্গে কতটা পাল্লা দিতে পারে এই হিপ্পিক্স সেটাই দেখার।
অনলাইন ডেস্ক







