মোবাইল-ফোনের ব্যবহারকারীরা ওয়ালপেপারে পছন্দমতো ছবি, ক্যালিগ্রাফি লাগিয়ে রাখেন। অনেকে ওয়ালপেপারে আল্লাহ তায়ালার নাম, কোরআনের আয়াতের কালিগ্রাফি ব্যবহারর করেন। আলেমদের মতে, মোবাইল-ফোনের ওয়ালপেপারে আল্লাহ তায়ালার নাম, কাবা শরীফের ছবি বা কোরআনের আয়াত লেখা ক্যালিগ্রাফি ব্যবহার করা জায়েজ আছে। তবে এসবের কোনো অবমাননা যেন না হয় যেদিকে খেয়াল রাখতে হবে।
মোবাইল-ফোনের ওয়ালপেপারে আল্লাহ তায়ালার নাম, কাবা শরীফের ছবি বা কোরআনের আয়াত লেখা ক্যালিগ্রাফি ব্যবহারের মূল শর্তই হলো যেন এসবের অবমাননা না হয়।
অবমাননা অর্থাৎ, মোবাইল স্ক্রিনে আল্লাহর নাম ভাসমান অবস্থায় রেখে মাটিতে রাখা, উপরে উল্লেখিত ক্যালিগ্রাফি রেখে মোবাইল পায়ের নিচে রাখা, কিংবা সেই অবস্থায় বাথরুমে যাওয়া। এ জাতীয় কিছু যেন না ঘটে।
আর যদি এমন অবমাননার আশঙ্কা থাকে, তাহলে এমন কোনো ওয়ালপেপার ব্যবহার করাই উচিৎ নয়, যাতে আল্লাহর নাম,
আবার কেউ কেউ নিজের বা একান্ত আপনজন বা পাখি, বিড়াল- এ জাতীয় প্রাণীর ছবি সেভ করে রাখেন ওয়াল পেপারে।
মোবাইলের ওয়াল পেপারে প্রাণীর ছবি না রাখতে উৎসাহিত করেন ইসলামিক স্কলাররা। তাদের মতে, মোবাইল স্ক্রিনে ছবি সেভ করে রাখলে ছবির প্রদর্শনী হয় এবং ছবি খুলে রাখা হয়। যা রহমতের ফিরিশতার আগমন থেকে বঞ্চিত হওয়ার কারণ।
এছাড়া শরীয়তে ছবির প্রকাশ ও প্রদর্শন নিষেধ করা হয়েছে। আবার মোবাইল স্ক্রিনে ছবি সেভ করে রাখলে যেকেউ তা দেখতে পায় অতএব, স্ক্রিনে মানুষ বা কোন প্রাণীর ছবি সেভ করে রাখা থেকে বিরত থাকা অতি জরুরি।
ধর্ম ডেস্ক/আর কে-০৫







