শুভ দীপাবলি উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, যশোর পৌর শাখার উদ্যোগে সোমবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, যশোরের সহকারী অধ্যক্ষ স্বামী নিলয় মহারাজ। বিশেষ অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দেবাশীষ দাশ, যুগ্ম মহাসচিব নির্মল বিট, কল্যাণ ফ্রন্ট নেতা উৎপল ঘোষ ও মানিক সাহা।
বক্তারা দীপাবলির শুভেচ্ছা জানিয়ে বলেন, আলোর উৎসব শুধু আনন্দের নয়, এটি অন্ধকার দূর করে মানবকল্যাণ, সম্প্রীতি ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার প্রতীক।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ দীপাবলির শুভেচ্ছা বিনিময় করেন।







