মো. মাসুদুর রহমান শেখ, বেনাপোল: বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের মাধ্যমে ভারত সফরে গেছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত্ত সংঘ -এর ২১৭ জন তীর্থযাত্রী। শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ৮টার দিকে তারা তীর্থযাত্রার ভিসায় দেশত্যাগ করেন।
ইমিগ্রেশন পুলিশ জানায়, আইএসকনের ২১৭ সদস্যের দলটি বেনাপোলে পৌঁছালে তাদের পাসপোর্ট ও ভ্রমণসংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই শেষে ভারত প্রবেশের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। দলের নেতৃত্বে ছিলেন নিতাই দয়াল দাস ব্রহ্মচারী ।
তীর্থযাত্রীরা সাভারের কাতলাপুরে অবস্থিত শ্রী শ্রী কানাইলাল জিউ বিগ্রহ মন্দির থেকে একযোগে যাত্রা শুরু করেন। প্রায় ২০ থেকে ২৫ দিনের এই দীর্ঘ তীর্থ সফরকে ঘিরে ভক্তদের মাঝে ছিল উচ্ছ্বাস ও আধ্যাত্মিক আবেগ। সফরে তারা ভারতের মায়াপুর, নবরূপ, একচক্রা, বৃন্দাবন, রাধাকুন্ড, বর্ষানা, গোবর্ধন পাহাড়, নান্দগাঁও, গোকুল, কুশীনগর, হরিদ্বার, ঋষিকেশ, অযোধ্যা, কাশীধাম, পুরীধাম, ভুবনেশ্বরসহ ৩০টিরও বেশি পবিত্র স্থানে আগামী দিনগুলোতে দর্শন করবেন।
এর আগে ২০ অক্টোবর আইএসকনের শ্রী শ্রী কানাইলাল জিউ বিগ্রহ মন্দিরের সাধারণ সম্পাদক নিতাই দয়াল দাস ও আইএসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চরণ চন্দ্র দাস ভারতের হাই কমিশনার বরাবর দুই মাস মেয়াদি ভিসার আবেদন জানান। আবেদনপত্রে উল্লেখ করা হয়, এই সফর ভক্তদের দীর্ঘদিনের সাধনার অংশ এবং তাদের আধ্যাত্মিক জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক। প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর ভারতীয় হাই কমিশন ভিসা অনুমোদন করে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এসএম সাখাওয়াত হোসেন বলেন, “সকালে আইএসকনের তীর্থযাত্রীরা বেনাপোল ইমিগ্রেশনে এসে কাগজপত্র যাচাই শেষে ভারতে প্রবেশ করেন। তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে।”
আইএসকন সূত্রে জানা গেছে, বাকি তীর্থযাত্রীরাও নির্ধারিত সময় অনুযায়ী সফরে যোগ দেবেন।







