চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর ইউনিয়নের আড়কান্দী গ্রামে তিন দিনব্যাপী ১৬ প্রহর মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় মঙ্গলঘট স্থাপন ও অধিবাসের মধ্য দিয়ে এই পুণ্য অনুষ্ঠানের সূচনা হয় এবং শনিবার (৮ নভেম্বর) মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে এর সমাপ্তি ঘটে।
আয়োজক কমিটি সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মঙ্গলঘট স্থাপন, প্রদীপ প্রজ্বলন ও শ্রী শ্রী মহানামযজ্ঞের শুভ অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয়। এরপর বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে শুক্রবার (৭ নভেম্বর) ভোর পর্যন্ত চলে অখণ্ড মহানাম সংকীর্তন।
শনিবার (৮ নভেম্বর) সকালে মহানাম সমাপনান্তে কুঞ্জভঙ্গ ও নগর পরিক্রমা অনুষ্ঠিত হয়। দুপুরে মহাপ্রভুর ভোগ আরাধনা শেষে ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এবারের মহানামযজ্ঞে নামসুধা পরিবেশন করেন ডুমুরিয়ার রাজনন্দি সম্প্রদায় ও মা শেফালী সম্প্রদায়, গোপালগঞ্জের শ্রী শ্রী নব অঞ্জলি সম্প্রদায়, বরগুনার মা প্রতিমা সম্প্রদায়, মাগুরার কৃষ্ণভক্ত সুদা সম্প্রদায় এবং আড়কান্দীর নব বৃন্দাবন সম্প্রদায়।
অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনে সার্বিক পরিচালনা করেন মহানামযজ্ঞ কমিটির সভাপতি বাসুদেব বসু ও সাধারণ সম্পাদক বাবলু রায়। সহযোগিতায় ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত, বিশ্বজিৎ বসু, চঞ্চল বসু এবং যজ্ঞ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।







