যশোর শহরে যুবলীগের মিছিল–সংক্রান্ত ঘটনায় আরও একজনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। আটক রিমন হোসেন (২৯) শহরের ঘোপ জেল রোড এলাকার আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ জানায়, রিমন যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমন ওরফে হাজী সুমনের ঘনিষ্ঠ অনুসারী। অজ্ঞাত স্থানে অবস্থানরত হাজী সুমন তার অনুসারীদের বিক্ষোভ মিছিলের নির্দেশ দেন।
তার নির্দেশে যুবলীগ নামধারী কয়েকজন যুবক গত ১১ নভেম্বর ভোরে মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সামনে থেকে মাইকপট্টি পর্যন্ত সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করেন। প্রায় পাঁচ মিনিট স্থায়ী ওই মিছিলের ভিডিও হাজী সুমন নিজস্ব ফেসবুক পেজে প্রচার করেন।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর পুলিশ বিক্ষোভে অংশগ্রহণকারীদের শনাক্ত ও আটক অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় রিমন হোসেনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরো পড়ুন:
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল
যশোরে যুবলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় হৃদয়, শাওনসহ আরও কয়েকজন আটক
যশোরে যুবলীগের মিছিলের ঘটনায় আটক হৃদয় ও শাওন কারাগারে







