যশোর শহরে যুবলীগের মিছিলের ঘটনায় আটক দুইজনকে আলাদা দুটি মামলায় আদালতে সোপর্দ করেছে পুলিশ। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তারা হলেন, শহরের ষষ্ঠীতলা পাড়ার পাখি পট্টি এলাকার হাফিজুর রহমান ওরফে মারার ছেলে হৃদয় ইসলাম এবং মুড়লী জোড়া মন্দির এলাকার শহিদুল ইসলামের ছেলে শাহ নেওয়াজ ফেরদৌস শাওন । তাদেরকে পুলিশ নিজনিজ এলাকা থেকে মঙ্গলবার রাতে আটক করা হয়। তাদের মধ্যে হৃদয়কে গত বছরের ২৮ নভেম্বর যশোর-মনিরামপুর সড়কের কানাইতলায় নাশকতার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হয়।
অন্যদিকে গত ২৮ অক্টোবর রাতে শহরের ঘোপ সেন্ট্রাল রোডে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যশোর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের নির্দেশে বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরির মামলায় শাওনকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকেও কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানিয়েছে, আটক দুই জনই যশোর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমন ওরফে হাজী সুমনের অনুসারী। হাজী সুমন অজ্ঞাত স্থানে থেকে তার অনুসারীদের বিক্ষোভ মিছিল করার নির্দেশ দেন। ফলে যুবলীগ নামধারী কিছু যুবক মঙ্গলবার ভোরে মুখে মাক্স পড়ে ও মাথায় হেলমেট দিয়ে আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সামনে থেকে মাইকপট্টি পর্যন্ত সরকারবিরোধী নানা স্লোগান দেয়। মাত্র পাঁচ মিনিটের এই বিক্ষোভ মিছিলের দৃশ্য হাজী সুমন তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে। এরপরই পুলিশ বিক্ষোভকারীদের আটকদের জন্য তৎপর হয়।
বিশেষ প্রতিনিধি







