যশোরে যুবলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে হৃদয়,শাওনসহ আরও কয়েকজনকে আটক করেছে কোতোয়ালি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন হচ্ছেন হৃদয়, তিনি ষষ্টিতলা পাখিপট্টি এলাকার বাসিন্দা ও ক্রসফায়ারে নিহত হাফিজুর রহমান মরার ছেলে। হৃদয় সাবেক কাউন্সিলর হাজী সুমনের অনুসারী হিসেবে পরিচিত। অপরজন ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য শাহানেওয়াজ ফেরদৌস শাওন। তাদের বিরুদ্ধে রাষ্টবিরোধী কর্মকান্ডের অভিযোগ রয়েছে বলে দাবি করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মিছিলে অংশগ্রহণ ও সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার ঘটনায় তাদের আটক করা হয়েছে। এছাড়া চলমান অভিযানে আরও কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে । তাদের জিজ্ঞাসবাদ চলছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। রাতভর অভিযান চলবে, বুধবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাতটার দিকে শহরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষে ঝটিকা মিছিল করে যুবলীগ পরিচয়দানকারী যুবকেরা। ৫ মিনিটের এ মিছিলটি দাবি করা হয় সাবেক কাউন্সিলার হাজী সুমনের উদ্যোগে করা হয়েছে । যার একটি ভিডিও তিনি নিজের ফেসবুকেও শেয়ার করেছেন।
বিশেষ প্রতিনিধি







