Thursday, November 6, 2025

সাবেক এমপি পীযুষ কান্তি ভট্টাচার্য্যের জীবনাবসান

যশোরের কৃতি সন্তান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট পীযূষ কান্তি ভট্টাচার্য্য আর নেই। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটায় যশোর শহরের বেজপাড়ার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

১৯৪০ সালের ১ মার্চ যশোরের মণিরামপুর উপজেলার পাড়ালা গ্রামে জন্মগ্রহণ করেন পীযূষ কান্তি ভট্টাচার্য্য। ১৯৬১ সালে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করে ১৯৭৩ সালে তিনি আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সততা, আদর্শ ও নিষ্ঠার জন্য তিনি যশোরের রাজনীতিতে ছিলেন এক উজ্জ্বল দৃষ্টান্ত।

মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতে শরণার্থী ক্যাম্প সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর আহ্বানে সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে শিক্ষা, অবকাঠামো ও সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখেন। মণিরামপুর ও কেশবপুরে অসংখ্য স্কুল প্রতিষ্ঠা এবং বিজ্ঞানাগার আধুনিকীকরণে তিনি ভূমিকা রাখেন।

২০০০ সালের পর থেকে তিনি যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং পরবর্তীতে কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!