Thursday, November 6, 2025

কনটেন্ট ক্রিয়েটর বিকে লিটনের মালামাল লুটের ঘটনায় দুইজন আটক, মালামাল উদ্ধার

দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর যশোরের বিকে লিটনের ব্যবসা প্রতিষ্ঠান বিকে ফ্যাশনের পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে চম্পট দিয়েছিল একটি চক্র। তবে শেষ রক্ষা হয়নি তাদের। কোতোয়ালি থানা পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে রাত নয়টার পর ঝিকরগাছার নওয়াপাড়া মাঠপাড়া এলাকা থেকে রাজশাহীর আপন চন্দ্র নামে

বিকে লিটন

একজনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে ভোরে কুষ্টিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে খোয়া যাওয়া মালামাল উদ্ধার করা হয়। এ সময় কার্তিক চন্দ্র নামে আরও একজনকে আটক করা হয়। বিকে লিটন জানান, বুধবার দুপুরে এজেআর কুরিয়ার সার্ভিস থেকে তার এক কর্মী একটি রিকশায় বস্তাভর্তি পণ্য নিয়ে দোকানের দিকে যাচ্ছিলেন। পালবাড়ি মোড় পৌছালে এমন সময় রিকশাচালক শিমুল তার কর্মীকে রিকশা থেকে একটু নামতে বলেন। কর্মী নামতেই তার ওপর হামলা চালায় আরও কয়েকজন। এরই মধ্যে রিকশা নিয়ে চম্পট দেন চালক শিমুল। পরে তাদের সহযোগীরাও সটকে পড়ে। তিনি জানান, ঘটনাটি সঙ্গে সঙ্গে কোতোয়ালি থানা পুলিশ ও পরিচিতদের অবহিত করলে পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি নেয় এবং তাৎক্ষণিক অভিযান শুরু করে। তারই ধারাবাহিকতায় দুই আসামিকে আটক ও খোয়া যাওয়া মালামাল উদ্ধার করা হয়। তিনি পুলিশ প্রশাসনসহ তার শোভাকাঙ্খিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ বিষয়ে অভিযানে থাকা এসআই মোফাজ্জেল হোসেন জানান, মূলত এটি একটি সংঘবদ্ধ চক্র। দুইজনকে আটক করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত শিমুল নামে আরও একজন পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান অব্যাহত আছে। বিস্তারিত পরে জানানো হবে।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!