যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকায় টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে এক ছেলে তার বাবাকে আঘাত করে গুরুতর আহত করেছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত রায়হানুজ্জামান (৫০) ঘোপ সেন্ট্রাল রোড এলাকার মৃত আখতারুজ্জামানের ছেলে। পারিবারিক আর্থিক লেনদেনের জেরে তার ছেলে সোহান (২৮) কাঠের ফুলদানি দিয়ে আঘাত করলে বাবা রায়হানুজ্জামান গুরুতর আহত হন। অন্যসদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান। ঘটনাটি পারিবারিক, তদন্ত চলছে।
রাতদিন সংবাদ






