শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) বিকাল ৪টায় স্বর্ণপোটি মোড়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান ধনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন (বাবু)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন এবং সদস্য সচিব মঈউদ্দিন নে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির নির্বাহী সদস্য জহরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম এবং সাধারণ সম্পাদক মাসুদুল হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান ছামাদ নিপুন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলীয়ার ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা বিএনপির সহসভাপতি ইউনুচ আলী দফাদার।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তাক ও আলীবদ্দিন খান, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, উপজেলা কৃষক দলের সভাপতি আজগার আলী ও সাধারণ সম্পাদক শাহানুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান ও সদস্য সচিব আবু বকর সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসীমউদ্দিন ও সদস্য সচিব ইমন হাসান রকি।
এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

                                    




