মাসুদুর রহমান শেখ, বেনাপোল (যশোর): যশোরে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। আসন্ন এ টুর্নামেন্টকে কেন্দ্র করে অংশগ্রহণ বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে শার্শা উপজেলায়।
রোববার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, জেলার আটটি উপজেলা দলকে দুই গ্রুপে ভাগ করে নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি আগামী সপ্তাহে যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে উদ্বোধন করা হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। তিনি বলেন,
“এই প্রথমবারের মতো যশোরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট হতে যাচ্ছে। হারানো ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এটি জেলা প্রশাসকের এক অনন্য উদ্যোগ। একসময় যশোরের ফুটবলাররা শুধু ঢাকা নয়, কলকাতার মাঠেও দাপট দেখিয়েছেন।”
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা, উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, কুদুস আলী বিশ্বাস, আহম্মেদ আলী শাহিন, ওসি শাহ আলম, এসআই রাসেদ, উপজেলা সমবায় অফিসার আব্দুর রাশেদ, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুকসহ রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে আড়াই লাখ টাকার চেক, ২২ ক্যারেট স্বর্ণখচিত নান্দনিক ট্রফি ও রেপ্লিকা ট্রফি। প্রতিটি খেলায় সেরা খেলোয়াড়কে পুরস্কার এবং প্রতিদিন শেষে অনুষ্ঠিত হবে র্যাফেল ড্র।
১৭৮১ সালে প্রতিষ্ঠিত যশোর কালেক্টরেটের ইতিহাসে এ প্রথম জেলা প্রশাসকের উদ্যোগে এমন ব্যতিক্রমী আয়োজন হতে যাচ্ছে।






