আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের
রনি হোসেন, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কেশবপুর সরকারি প্রাথমিক শিক্ষা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান।
সভায় আরও বক্তব্য রাখেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পাজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল, এবং পৌর বিএনপির ৪নং ওয়ার্ড সভাপতি ওবায়দুল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ঐতিহাসিক লড়াই। এজন্য তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা বলেন, বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধারের জন্য আন্দোলনে নেমেছে—এই সংগ্রামকে সফল করতে প্রত্যেক কর্মীর মাঠে থাকতে হবে।
সভায় বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের অব্যাহত দমন-পীড়ন ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে জনগণ আজ সোচ্চার। দেশের সাধারণ মানুষ পরিবর্তন চায়, তারা ভোটের মাধ্যমে নিজেদের অধিকার ফিরে পেতে চায়। এ সময় নেতারা আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভা শেষে আগত নেতাকর্মীরা গণতান্ত্রিক আন্দোলনের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

                                    




