শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ ” সাম্য ও সমতায় ‘ দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্য বিষয়ে সামনে রেখে যশোরের চৌগাছায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল প্রথমে ১০, ৩০ মিনিট জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন,১১ টার র্যালি টি বাজার প্রদক্ষিণ করেন। সড়ে ১১ টার উপজেলা সমবায় অফিসের আয়োজনে উপজেলা সমবায় অফিসার অহিদুল রহমানের সভাপতিত্বে করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার। প্রগতি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি লিঃ সভাপতি জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তাসলিমা জেবিন, ফরেষ্টার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদাউস খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওলিয়ার রহমান এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শন আল মামুন ও নাজমুল হোসাইন। সমবায় সমিতির পক্ষ থেকে বক্তব্য দেন চৌগাছা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত, সীমান্ত বহুমুখী সমবায় সমিতি লিঃ সভাপতি আব্দুল কাদের, আলোর সন্ধান নারী কল্যাণ সমবায় সমিতির সভাপতি নাজিমা খাতুন প্রমুখ।আলোচনা সবার শেষে ৪ টি বিভিন্ন ক্যাটাগরি শ্রেষ্ঠ সমবায় সমিতির ও সর্বচ্চো রাজস্ব প্রদানকারী সমবায় সমিতির পুরস্কার বিতরণ করা হয়।
রাতদিন সংবাদ,জয়-







