বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি হাসপাতালে পৌঁছান।
এদিকে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে আসা চার সদস্যের বিশেষজ্ঞ মেডিক্যাল টিম দুপুরেই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে। দলের নেতৃত্ব দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক ড. রিচার্ড বিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিদেশি চিকিৎসক দলটি প্রথমে সিসিইউতে গিয়ে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। পরে স্থানীয় মেডিক্যাল টিমের সঙ্গে দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনা, ঝুঁকির মাত্রা, অর্গান সাপোর্ট ও পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সূত্র জানায়, বিশেষজ্ঞ দল রোগীর ক্লিনিক্যাল নোট, সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট এবং ব্যবহৃত সাপোর্ট সিস্টেমের তথ্য পর্যালোচনা করেছে। তাদের লক্ষ্য হলো উন্নত ও সমন্বিত চিকিৎসা পরিকল্পনা তৈরি করা এবং রোগীর সুস্থতায় সর্বোচ্চ সহায়তা প্রদান।
বর্তমানে খালেদা জিয়ার অবস্থা সংকটজনক হলেও তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানানো হয়েছে।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানাবিধ রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
জানা যায়, জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগে দুই মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে তিনি দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন। পরে ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে মুক্তি পান। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর এবার ৮ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্পূর্ণভাবে মুক্তি পান তিনি। চলতি বছরের ৮ জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়ে চার মাস পর ৬ মে দেশে ফেরেন।
অনলাইন ডেস্ক/আর কে-০৪







