Friday, December 5, 2025

নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম

নড়াইল প্রতিনিধি: সকল আলোচনা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নড়াইল-২ (নড়াইল সদরের একাংশ ও লোহাগড়া) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম। দীর্ঘদিন আলোচনায় থাকা সমমনা জোটের সমন্বয়কারী ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফারহাদ মনোনয়ন পাননি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে মনিরুল ইসলামের নাম ঘোষণা করেন।

এ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন আরও কয়েকজন— জোটের সমন্বয়কারী ড. ফরিদুজ্জামান ফারহাদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, বর্তমান সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, জিয়া সাইবার ফোর্সের উপদেষ্টা মঞ্জুরুল ইসলাম প্রিন্স, সাবেক সহ-সভাপতি এম জাকারিয়া মাহমুদ, লন্ডন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন মোল্লা, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এইচ. এম. রাশেদ।

এর আগে ৩ নভেম্বর নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের মনোনয়ন ঘোষণা করা হলেও নড়াইল-২ আসনের প্রার্থী তখন স্থগিত রাখা হয়েছিল।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর