Friday, December 5, 2025

নড়াইলে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নড়াইল প্রতিনিধি: নড়াইলে নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভাটি পরিচালনা করেন জেলা প্রশাসক নিজেই।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান মাহমুদ রাসেল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শারমিনা আক্তার।

মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— বিল অঞ্চলের জলাবদ্ধতা, খাস জমি দখল, নদী দখল, শহরের যানজট, কৃষি ও সার ব্যবস্থাপনা, মাদক নিয়ন্ত্রণ এবং সাংবাদিকদের নিরাপত্তা। এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তারা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

সভায় বক্তব্য রাখেন সাংবাদিক জহির ঠাকুর, সাইফুল ইসলাম তুহিন, খায়রুল আরেফিন রানা, কাজী হাফিজুর রহমান, জিয়াউর রহমান জামী, এইচ এম সিরাজ, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রশিদ লাবলু, অশোক কুন্ডু, এড. আজিজুর রহমান, এড. তারিকুজ্জামান লিটু, এড. আলমগীর সিদ্দিকী, আশরাফ, হাফিজুল নিলু, সজলসহ আরও অনেকে।

সাংবাদিকরা বলেন, নতুন জেলা প্রশাসকরা জেলার সমস্যাগুলো শোনেন, তবে বাস্তবায়নে অনেক সময় সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয় না—এ নিয়ে তারা হতাশা ব্যক্ত করেন।

গত ১৬ নভেম্বর নড়াইলে যোগদান করেন নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। এর আগে তিনি গত ৩১ আগস্ট মেহেরপুরে যোগদান করেছিলেন।

সভা শেষে সাংবাদিকদের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর