নড়াইল প্রতিনিধিঃ চারণকবি বিজয় সরকারের ৪০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল (৪ ডিসেম্বর)। বার্ধ্যকজনিত কারণে ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতে তিনি পরলোকগমন করেন। পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তাঁর সমাধিস্থল অবস্থিত। বর্তমানে তাঁর দুই ছেলে কাজল ও বাদল অধিকারী ভারতে বসবাস করছেন।
গীতিকার, সুরকার ও অসাধারণ গায়কী দক্ষতার অধিকারী বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা নবকৃষ্ণ অধিকারী ও মা হিমালয়া দেবীর সন্তান তিনি। নবম শ্রেণি (মতান্তরে মেট্রিক) পর্যন্ত শিক্ষাজীবন শেষে শিল্প-সঙ্গীতে নিজেকে নিবেদন করেন। তাঁর দুই স্ত্রী বীণাপানি ও প্রমোদা অধিকারী কেউই বর্তমানে জীবিত নেই।
প্রায় ১,৮০০-র বেশি গান রচনা, সুরারোপ ও পরিবেশন করে বাংলা লোকসঙ্গীতকে সমৃদ্ধ করেছেন বিজয় সরকার। প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সুর-সংগীত ও গায়কীর কৃতিত্বে ‘সরকার’ উপাধি পান। ‘পাগল বিজয়’ নামেও তিনি সমধিক পরিচিত ছিলেন। শিল্পকলায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে তাঁকে মরণোত্তর একুশে পদক প্রদান করা হয়।
বিজয় সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বিজয়গীতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় আবৃত্তি, উন্মুক্ত বিজয়গীতি পরিবেশন, কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা ও বিজয়গীতির আসরসহ নানা আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন ও চারণকবি বিজয় সরকার ফাউন্ডেশন এসব অনুষ্ঠানের আয়োজন করেছে।
আর কে-০১







