Friday, December 5, 2025

চৌগাছার সিটি প্লাজা মার্কেটে ভোর সকালে ৬ দোকানে চুরি

শ্যামল দত্ত, চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছা পৌরসভার বড়বাজার এলাকায় অবস্থিত সিটি প্লাজা মার্কেটে ভোর সকালে ছয়টি দোকানের তালা ভেঙে নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাতটার দিকে ব্যবসায়ীরা দোকান খুলতে এসে চুরির বিষয়টি টের পান।

ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে বেচাকেনা শেষে দোকান তালাবদ্ধ করে তারা বাসায় চলে যান। সকালে দোকান খুলতে এসে দেখতে পান ক্যাশবাক্স ভাঙা এবং তার ভেতরে থাকা টাকা নেই। সিসিটিভি ফুটেজে দেখা যায়—মুখে গামছা বাঁধা অবস্থায় চোরেরা প্লাজার ভেতরে প্রবেশ করে শুধুমাত্র ক্যাশবাক্সের টাকা নিয়েই বের হয়ে যায়।

চুরি হওয়া ছয়টি দোকানের মধ্যে রয়েছে—লক্ষ্মী কসমেটিক্স, সাজঘর বিউটি পার্লার, লেবাটি বাজার, টপ সপ কসমেটিক্স, নূরজাহান বার্মিজ এবং মাধব স্টোর। এসব দোকান থেকে আনুমানিক ৮৫ হাজার ৫০০ টাকা চুরি হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ীরা জানিয়েছেন।

চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়া বলেন, ফজরের নামাজের পর নাইট গার্ড দায়িত্ব শেষ করে বাড়ি চলে যান। ধারণা করা হচ্ছে, ওই সময়ের সুযোগেই চোর চক্র ঘটনাটি ঘটিয়েছে। এ বিষয়ে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দ্রুত আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে বলে তিনি জানিয়েছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর