আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে যশোরের বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল ও বাঘারপাড়া-অভয়নগর, বসুন্দিয়া সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ।
শুক্রবার দিনব্যাপী তিনি জহুরপুর ইউনিয়নের চতুর্বাড়ীয়া বাজার, ইতালি মোড়, ছোট খুড়া এবং বন্দবিলা ইউনিয়নের শান্তির মোড় ও বন্দবিলা বাজারে গণসংযোগ ও পথসভা করেন।
এ সময় তিনি বলেন,
“দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় এখন সময়ের দাবি। জনগণের শক্তিই বিএনপির শক্তি— সেই শক্তিকে ঐক্যবদ্ধ করে আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হবে।”
গণসংযোগে তার সঙ্গে উপস্থিত ছিলেন— বাঘারপাড়া থানা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও দোহাকুলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস. এম. আব্দুর রহিম, সাবেক ছাত্র নেতা জুয়েল, জহুরপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল ওহাব, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. নিজাম, ইউনিয়ন কৃষক দলের কোষাধ্যক্ষ মো. সুমন হোসেনসহ যুবদল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
গণসংযোগ চলাকালে স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন এডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ।

                                    




