Tuesday, November 4, 2025

কেউ নতুন স্বৈরাচার হতে চাইলে সাধারণ মানুষ প্রতিহত করবে: অধ্যাপক গোলাম রসুল

যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন, “কেউ যদি নতুন করে স্বৈরাচার হতে চায়, সাধারণ মানুষই তাদের প্রতিহত করবে।”

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে যশোর-৩ আসনের এমপি প্রার্থী ভিপি আব্দুল কাদের-এর নির্বাচনী পথসভায় রূপদিয়া বাজারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক গোলাম রসুল আরও বলেন,

“বিপ্লব-পরবর্তী সরকারের স্বীকৃতির জন্য গণভোট প্রয়োজন। অথচ একটি দল এর বিরোধিতা করছে—যা অত্যন্ত দুঃখজনক। আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে জামায়াত নেতাদের হত্যা করেছে। তাদের বিচার দৃশ্যমান করেই নির্বাচন দিতে হবে।”

তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশ হবে সন্ত্রাস, দুর্নীতি ও ঘুষমুক্ত, আর শিক্ষিত যুব সমাজের বেকারত্ব থাকবে না।

বিশেষ অতিথির বক্তব্যে ভিপি আব্দুল কাদের বলেন,

“স্বাধীনতার পর থেকে যে সব সরকার ক্ষমতায় এসেছে, তারা জনগণের নয়—নিজেদের সম্পদ বৃদ্ধি করেছে। আওয়ামী লীগ ২৩৫ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে এবং হাজার হাজার মানুষকে গুম করেছে।”

সভায় আরও উপস্থিত ছিলেন— জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালেক খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পথসভা শেষে নেতাকর্মীরা রূপদিয়া বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা চালান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর