Friday, December 5, 2025

সালমান শাহ হত্যা মামলায় সাবেক স্ত্রী সামিরা ও শাশুড়ি লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় নতুন নির্দেশনা দিয়েছেন আদালত। মামলার তিন নম্বর আসামি অভিনেতার প্রাক্তন স্ত্রী সামিরার মা লতিফা হক লিও ওরফে লুসি (৭১)-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার একটি আদালত। এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এই আদেশ দেন।

এর আগে গত ২৭ অক্টোবর একই আদালত সালমান শাহের স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন। ফলে এ মামলায় এখন পর্যন্ত তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হলো।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের প্রতিবেদনে বিষয়টিকে আত্মহত্যা বলে উল্লেখ করে। তবে প্রায় তিন দশক পর এ ঘটনায় নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়েছে, যা আবারও সালমান শাহের মৃত্যুকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

অনলাইন ডেস্ক/আর কে-০৪

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর