Tuesday, November 4, 2025

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে শার্শার গোগায় উঠান বৈঠক: তৃপ্তি

কায়বা (শার্শা), যশোর: দেশের রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নে জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করতে যশোরের শার্শা উপজেলার গোগায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে গোগা ইউনিয়নের দারুসসালাম হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে ৩১ দফার নানা দিক নিয়ে মতামত প্রকাশ করেন।

গোগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন,

“দেশের গণতন্ত্রকে সুসংহত করা, প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা এবং বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি একটি সময়োপযোগী পদক্ষেপ। জনগণের অধিকার ফিরিয়ে আনা, নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং দুর্নীতি দমনে এই কর্মসূচি বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দিয়েছে।”

তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে জনগণের সরাসরি অংশগ্রহণ ছাড়া রাষ্ট্রে কোনো স্থায়ী সংস্কার সম্ভব নয়।

উপজেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান দোলুর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন—
শার্শা থানা বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন তাজ, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, বেনাপোল পৌর বিএনপির আহ্বায়ক শাহাবুদ্দিন মন্টু, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদার, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শার্শা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসম্পাদক মোস্তাছিম বিল্লাহ অপু।

এছাড়া স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, যুব সমাজ ও নারীরাও উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশিত পরিবর্তন ঘটানো সম্ভব হবে। তারা স্থানীয় পর্যায়ে জনগণকে এ বিষয়ে সচেতন ও সংগঠিত হওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর