Tuesday, November 4, 2025

তারেক রহমানের উৎসাহে তৃণমূল খেলোয়াড়দের নিয়ে জিয়া ফুটবল টুর্নামেন্ট : মিজানুর রহমান খান

যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান বলেছেন, “ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। কিন্তু একসময় এই খেলায় আগ্রহ কিছুটা কমে গিয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উৎসাহে দেশে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে, তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের উৎসাহিত করতে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যেই ‘জিয়া ফুটবল টুর্নামেন্ট’ আয়োজন করা হয়েছে।”

শুক্রবার বিকেলে ঝিকরগাছা উপজেলার বারবাকপুর যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

তিনি আরও বলেন, “মাদকের আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় যুক্ত থাকলে তরুণরা মাদকের ছোবল থেকে মুক্ত থাকতে পারবে।”

এদিকে টুর্নামেন্টের ফাইনাল খেলায় গোড়পাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন এবং বল্লা ফুটবল একাদশ রানার্সআপ হয়। নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে জয় নিশ্চিত করে গোড়পাড়া একাদশ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নী, সাবেক সভাপতি মোর্তজা এলাহী টিপু, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, এডভোকেট ইসাহকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর