শুক্রবার যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত। এসময় তার সঙ্গে ছিলেন স্থানীয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গণসংযোগকালে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি মাঠে আছে, থাকবে। তিনি দোকানপাট, পথচারী ও বাজারের ক্রেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
চুড়ামনকাটি বাজারের গণসংযোগকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায়, নেতাকর্মীরা স্লোগানে মুখরিত করে তোলেন বাজার এলাকা।
রাতদিন সংবাদ

                                    




