Tuesday, November 4, 2025

পাঁচ শহীদ বিপ্লবীর ৫৪তম মৃত্যুবার্ষিকীতে যশোরে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা অনুষ্ঠিত

শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র গঠনের সংগ্রামে ঐক্যের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, যশোর | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫: পাঁচ শহীদ বিপ্লবী — কমরেড আসাদ, শান্তি, মানিক, তোজো ও ফজলু — এর ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (জাগফ্রন্ট), বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি ও জাতীয় ছাত্রদল যশোর জেলা কমিটির উদ্যোগে দিনব্যাপী শ্রদ্ধাঞ্জলি, শোকনিরবতা পালন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৯টায় যশোর জেলার মনিরামপুর উপজেলার চিনাটোলায় শহীদদের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক কামরুল হক লিকু, জাতীয় ছাত্রদলের জেলা আহ্বায়ক বিশ্বজিৎ বিশ্বাস, যুগ্ম-আহ্বায়ক মধুমঙ্গল বিশ্বাস, কৃষক সংগ্রাম সমিতির জেলা সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক পরিতোষ, মনিরামপুর থানা কমিটির সহ-সভাপতি আশরাফ আলী ও আকবর সরদারসহ অন্যান্য নেতাকর্মী।

শ্রদ্ধাঞ্জলি শেষে শহীদদের স্মৃতির প্রতি নীরবতা পালন এবং তাদের আদর্শে অটল থাকার শপথ গ্রহণ করা হয়। পরে শহীদ স্মৃতি একাডেমি ও স্মৃতি সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত স্মরণসভায় বক্তব্য রাখেন জাগফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক কামরুল হক লিকু। তিনি বলেন,

“শহীদদের কর্মময় জীবন থেকে শিক্ষা নিয়ে শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র ও সংবিধান প্রতিষ্ঠার সংগ্রামকে আরও বেগবান করতে হবে।”

বিকাল ৪টায় যশোর দড়াটানা শহীদ চত্বরে জাতীয় ছাত্রদলের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক বিশ্বজিৎ বিশ্বাস।

সভায় বক্তব্য রাখেন —জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট  যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, কৃষক সংগ্রাম সমিতি যশোর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস, জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দিলিপ বিশ্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি এ্যাডভোকেট আহাদ আলী লস্কর, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বাদল,  এবং অন্যান্য নেতৃবৃন্দ। সভাটি পরিচালনা করেন জেলা যুগ্ম-আহ্বায়ক মধুমঙ্গল বিশ্বাস।

এসময় বক্তারা বলেন, “শহীদ বিপ্লবীদের আদর্শই অসমাপ্ত জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার প্রেরণা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সংগঠিত হতে হবে।”

সভায় বক্তারা আরো বলেন, বিশ্বের একক পরাশক্তি মার্কিন সাম্রাজ্যবাদ তার প্রভাব বজায় রাখতে চীন ও রাশিয়ার সঙ্গে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বে জড়িয়েছে। তারা ‘পিভট টু এশিয়া’ ও ‘ইন্দো-প্যাসিফিক রণকৌশল’-এর মাধ্যমে চীন ঘেরাও নীতি বাস্তবায়ন করছে।

বক্তারা অভিযোগ করেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন পরিকল্পনা বাস্তবায়নে মানবিক করিডর প্রদান, চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার মতো জাতীয় স্বার্থবিরোধী পদক্ষেপ নিচ্ছে, যা বাংলাদেশকে সাম্রাজ্যবাদী সংঘাতে জড়িয়ে ফেলছে।”

তারা বলেন, তথাকথিত নির্বাচন ও সংস্কারের আলোচনার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।

১৯৭১ সালের ২৩ অক্টোবর পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী রাজাকাররা কমরেড আসাদ, শান্তি, মানিক, তোজো ও ফজলুকে চিনাটোলা গ্রাম থেকে ধরে এনে হরিহর নদীর সেতুর ওপর নৃশংসভাবে হত্যা করে এবং মরদেহ নদীতে নিক্ষেপ করে।

শহীদদের এই আত্মত্যাগ বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাসে এক অনন্য অধ্যায় হিসেবে স্থান করে নিয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর