Wednesday, October 15, 2025

যশোরে তরঙ্গ শিল্পীগোষ্ঠীর ২৫ বছর পূর্তি উদযাপন

তরঙ্গ শিল্পীগোষ্ঠীর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বিকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদের প্রধান নির্বাহী আবু মুসা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আমদ ইব্রাহিম শামীম।

প্রধান অতিথি বলেন, সুস্থ সংস্কৃতির বিকাশে তরঙ্গ শিল্পীগোষ্ঠীর ভূমিকা প্রশংসনীয়।
আবু মুসা তার বক্তব্যে সাংস্কৃতিক আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর