Wednesday, October 15, 2025

শিল্পীদের ক্ষমা করে দেওয়ার আহ্বান: জয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর বেশ কটাক্ষের শিকার হয়েছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। এজন্য সহকর্মীরা তাকে এড়িয়ে চলছেন, এমনকি কাজও হারিয়েছেন বলে জানিয়েছিলেন।

এদিকে আজকাল সামাজিক মাধ্যমে নীতিবাক্য ও উপলব্ধিমূলক পোস্ট দেন জয়। এবার তিনি জানালেন শিল্পীদের ক্ষমা করে দেওয়ার আহ্বান। আজ সোমবার নিজের ফেসবুকে তিনি লেখেন, ‘বিএনপির আমলে বিএনপির শিল্পী। আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ শিল্পী। গত ২৫ বছর ধরে এই দেখছি। দয়া করে শিল্পীদের এবার সর্বজনীন করে দিন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ভুলভ্রান্তি হয়েছিল সেই ভুল ভ্রান্তি ক্ষমা করে দিন।

এরপর লেখেন, শিল্পীরা কোমল হৃদয়ের অধিকারী। তাদেরকে এত শক্তভাবে দেখার কিছু নাই। একটু মায়া একটু মমতায় তাদের মন গলে যায়। এটাই শিল্পীর বৈশিষ্ট্য। নতুনভাবে শিল্পীদের মনে উদ্দীপনা তৈরি করুন। যেন শিল্পীরা আর ভুল না করে। সর্বক্ষেত্রেই তো সংস্কার চলছে তবে শিল্পীদের ক্ষেত্রে আপত্তি কেন?

আরও লেখেন, দেশের প্রয়োজনে শিল্পীদের পাশে রাখেন। কাজে লাগান। ব্যক্তিস্বার্থে নয়। রাজনৈতিক স্বার্থ নয়। দেশের স্বার্থে। যারা ভয়াবহ অন্যায়ের সাথে জড়িত হয়ে পড়েছিল ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের কথা আলাদা। যারা ক্ষমার যোগ্য আপনারা তাদেরকে ভালো করেই চেনেন কাজেই আপনারা তাদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিন এবং তাদেরকে আতঙ্ক এবং অনিশ্চয়তা থেকে উদ্ধার করে দিন।। এই সংস্কারটুকু অত্যন্ত প্রয়োজন।

তবে মন্তব্যের ঘরে বিভিন্ন ধরণের মন্তব্য করেছেন নেটিজেনরা। একজন অভিনেতাকে আগে পরিবর্তন হওয়ার পরামর্শ দিয়েছেন।

অনলাইন ডেস্ক/আর কে-০৫

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর