Wednesday, November 5, 2025

যশোরে বিএনপি নেতার মৃত্যুতে অনিন্দ্য ইসলাম অমিত যা বললেন

জুম্মান হোসেন: যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুসা আজ শনিবার (০৪ অক্টোবর) ভোরে যশোরের একটি বেসরকারি হাসপাতাল—কুইন্স হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করে লিখেছেন—
“অভিশ্বাস্য ঘটনা—যে মানুষটি সুস্থ হয়ে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়ি ফেরার কথা ছিল, তিনি আজ চিরতরে আমাদের মাঝে নেই।”

তিনি আরও বলেন, “মুসা ছিলেন যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, মনিরামপুরের গণমানুষের নেতা এবং পিতৃতুল্য মুরুব্বি। মহান আল্লাহ তাঁর আত্মাকে শান্তি দান করুন এবং শোকার্ত পরিবার ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।”

পরিবারের এক ঘনিষ্ঠ সদস্য জানান, “গতকালও চাচার সাথে কথা হয়েছে, তিনি আগের তুলনায় অনেক ভালো বোধ করছিলেন। অথচ মাত্র একদিন পরই তিনি আমাদের মাঝে নেই—এটি মেনে নেওয়া সত্যিই কঠিন।”

মুসার মৃত্যুতে মনিরামপুরসহ পুরো যশোরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর