Wednesday, October 15, 2025

ভারতীয় শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি আর নেই

ভারতীয় শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি শিল্পী পণ্ডিত ছান্নুলাল মিশ্র মারা গেছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে উত্তরপ্রদেশের মির্জাপুরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বুধবার (১ অক্টোবর) রাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার কন্যা নম্রতা মিশ্র জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। গেল ১১ সেপ্টেম্বর মির্জাপুর মেডিকেল কলেজের ১৫ সদস্যের চিকিৎসক দল তার চিকিৎসা শুরু করে। তবে শেষ রক্ষা হয়নি।

১৯৩৬ সালের ৩ আগস্ট উত্তরপ্রদেশের হরুহরপুরে জন্মগ্রহণ করেন পণ্ডিত ছান্নুলাল মিশ্র। তার বাবা বদ্রীনাথ মিশ্রও ছিলেন একজন সংগীতজ্ঞ। বাবার কাছ থেকেই শুরু হয় তার সংগীতজীবন। পরবর্তী সময়ে ভারতীয় শাস্ত্রীয় সংগীতকে সমৃদ্ধ করতে অমূল্য অবদান রাখেন তিনি।

অনলাইন ডেস্ক/আর কে-০৬

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর