ভারতের প্রখ্যাত গায়ক জুবিন গার্গ গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যুবরণ করেন। একাধিক ভাষায় গান গাওয়ার দক্ষতার জন্য তিনি ছিলেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী। তার কণ্ঠে গাওয়া ‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমার গান ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’ বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পায়।
এই গানকে ঘিরে নিজের আবেগঘন স্মৃতি তুলে ধরেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। তিনি অকপটে স্বীকার করেন, এই গানই তাকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দিয়েছে।
অনন্ত জলিল বলেন, দেশের ভার্সিটিগুলোতে ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট গানটা জনপ্রিয়। শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে গায়, এর সঙ্গে নাচ করে। দেশের সব কলেজের ছেলেমেয়েদের কাছে এই গান মানে এক উন্মাদনার নাম।
প্রিয় শিল্পীকে হারানোর বেদনা প্রকাশ করে তিনি আরও বলেন, সবাই জানে অনন্ত জলিলের গান ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট, এই গানের গায়ক জুবিন গার্গ মারা গেছেন। আমি ব্যথিত, আমি ঠিক ভুল পারছি না।
তিনি জানান, বিদেশ ভ্রমণের সময়ও বিভিন্ন দেশে তরুণ-তরুণীরা তাকে এই গানের সঙ্গে নাচ করতে বলতেন। তার ভাষায়, জুবিন গার্গের গাওয়া এই গানই আমাকে ফেমাস করেছে।
অনলাইন ডেস্ক/আর কে-০৫