Friday, December 5, 2025

অবশেষে মুক্তি পাচ্ছে পপি-আমিন খানের ‘ডাইরেক্ট অ্যাটাক’

‘কুলি’ সিনেমা দিয়ে ঢালিউড জয় করেছিলেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক ছবিতে কাজ করে দর্শকদের মুগ্ধ করেছেন। অর্জনও কম নয়। তিনবার নিজের ঝুলিতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

মঝে আড়ালে চলে যান। অভিনয় ছেড়ে মন দিয়েছিলেন সংসারে। দীর্ঘদিন ধরে পপির অনুরাগীদের প্রত্যাশা ছিল নতুন ছবির। অবশেষে প্রেক্ষাগৃহে আসছেন অভিনেত্রীর নতুন ছবি। তবে ছবিটি শুটিং শেষে হয়েছিল সাত বছর আগে। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে এফডিসিতে আইটেম গান দিয়ে শুরু হয় সিনেমাটির শুটিং। দুই বছরের বিরতির পর নতুন করে ক্যামেরার সামনে দাঁড়ান পপি।

এরপর বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির ঘোষণা এলেও তা আর মুক্তি পায়নি। তবে অবশেষে আগামী ১৭ অক্টোবর ‘ডাইরেক্ট অ্যাটাক’ প্রেক্ষাগৃহে আসছে বলে জানিয়েছেন ছবির পরিচালক সাদেক সিদ্দিকী।

তিনি গণমাধ্যমে বলেন, বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির পরিকল্পনা করেও শেষ মুহূর্তে পরিস্থিতির কথা বিবেচনা করে সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছিল। এবার মুক্তি পাবে এটাই চূড়ান্ত।

পরিচালক আরও বলেন, অনেক আগেই সিনেমাটির মুক্তির অনুমতি পেয়েছিলাম। ভেবেছিলাম পপিকে নিয়েই প্রচার-প্রচারণা করে সিনেমাটি মুক্তি দেব। এতদিন ওর অপেক্ষায় ছিলাম। তবে সেটা আর হচ্ছে না। পপির সঙ্গে আমার যোগাযোগ নেই। ও সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। যে কারণে এখন একাই সব কিছু করতে হবে।

‘ডাইরেক্ট অ্যাটাক’-এ একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে পপিকে। তার বিপরীতে অভিনয় করেছেন আমিন খান।

পপি-আমিন খান ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন ইমন, অনিক রহমান অভি, শিরিন শিলা প্রমুখ।

অনলাইন ডেস্ক/আর কে-০৫

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর