Friday, December 5, 2025

দিল্লি হাইকোর্টে খারিজ ‘ব্যাডস অফ বলিউড’ মানহানির মামলা

শাহরুখপুত্র আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’ নিয়ে সাফল্য উপভোগের মধ্যেই বাধল বিতর্ক। সিরিজটিতে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে ব্যঙ্গ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে তিনি শাহরুখ খান, আরিয়ান খান, নেটফ্লিক্স ও রেড চিলিজ এন্টারটেইনমেন্টসহ একাধিক প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ২ কোটি রুপির মানহানির মামলা করেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিল্লি হাইকোর্টে মামলার শুনানিতে বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব আবেদনটি খারিজ করে দেন। আদালত জানায়, অভিযোগকারী যদি দিল্লিতে প্রকৃত ক্ষতির প্রমাণ দিতে পারতেন, তবে তা বিবেচনা করা হতো। তবে ওয়াংখেড়ের আইনজীবী মামলার আবেদন সংশোধনের জন্য সময় প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন।

অনলাইন ডেস্ক/আর কে-০৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর