মাসুদুর রহমান শেখ, বেনাপোল: যশোরের শার্শা উপজেলার ৬নং গোগা ইউনিয়নের ১নং পাচভূলাট, ২নং অগ্রভূলাট ও ৩নং হরিশ্চন্দ্রপুর ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা মফিকুল হাসান তৃপ্তি।
বক্তব্যে তিনি বলেন,
“আমরা বাঙালি, ধর্ম-বর্ণ নির্বিশেষে একইসঙ্গে বসবাস করি। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাগরিক। কিন্তু ধর্মীয় উগ্র মৌলবাদী শক্তি আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা ধর্মকে পুঁজি করে মানুষের দ্বারে দ্বারে বিভ্রান্তি ছড়াচ্ছে। কিন্তু আমরা সবাই মিলে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ ও লালন করে এর সমুচিত জবাব দেব ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার মাধ্যমে। ইনশাআল্লাহ, মৌলবাদীর জবাব হবে জাতীয়তাবাদী আদর্শের প্রতিষ্ঠা।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুছ আলী বিশ্বাস ও তাজউদ্দীন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা।
উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,
গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সেক্রেটারি আব্দুল হামিদ, সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ার।
এছাড়াও উপস্থিত ছিলেন— বাগআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোনায়েম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি শহীদুল ইসলাম, বাহাদুর ইউনিয়ন বিএনপির সদস্য আসাদুজ্জামান আসাদ, পুটখালি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ওলিয়ার রহমান, যুবদল নেতা জিয়া বিশ্বাস ও পিন্টু রহমান, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বিপ্লব মন্ডলসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এবং শার্শা উপজেলা শ্রমিক নেতা হান্নানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।






