শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় “পি.আর চাই, পি.আর পদ্ধতিতে নির্বাচন চাই”—এই স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে চৌগাছা মহেশপুর বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে স্যাংখ্যিক অনুপাতিক (পি.আর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান। তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির প্রবর্তন, প্রয়োজনীয় সংস্কার এবং গণকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের দাবি।
উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আনুছুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মুফতী শিহাব উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সহকারী সেক্রেটারি হাফেজ আব্দুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌগাছা উপজেলা শাখার সহসভাপতি মো. আসাদুজ্জামান ও আলহাজ নুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুল শুকুর, সাংগঠনিক সম্পাদক মুফতী হাবিবুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি আসাদুজ্জামান, অর্থ সম্পাদক আবু হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুর রহমান, পৌর ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মুফতী আশরাফুজ্জামান, ইসলামী যুব আন্দোলনের সভাপতি ইউসুফ আমির পরাগ, শ্রমিক আন্দোলনের সভাপতি হাজী শিহাব উদ্দিন, ইসলামী আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক হাজী লিয়াকত হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক কামাল আহমেদ, ইসলামী যুব আন্দোলনের অর্থ সম্পাদক রাব্বি ইসলাম, নারায়ণপুর ইসলামী আন্দোলনের সভাপতি হাফিজ ইসমাইল হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি জিসান আহমাদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।






