চুড়ামনকাটি প্রতিনিধি: যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে এ কর্মসূচি পালন করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক, থানা সমাজসেবা সম্পাদক মাওলানা সামিউল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য, ইউনিয়ন সহ-সভাপতি ও চুড়ামনকাটি ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর সিদ্দিকী, ইউনিয়ন জামায়াতের আমীর সাইফুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি সাইফুদ্দিন, ইউনিয়নের সহ-সেক্রেটারি আরিফ বিল্লাহ প্রমুখ।
উল্লেখ্য, সারাদেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। জামায়াতের দাবিগুলো হলো— জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।






