Wednesday, November 5, 2025

পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না ইসলামি আন্দোলন বাংলাদেশ: শোয়াইব হোসেন

আজ বিকাল ৪ ঘটিকায় যশোর শহরের ভৈরব চত্বরে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর -সদর (৩ আসনের) এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ শোয়েব হোসেন তিনি বলেন, সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজ মাদকমুক্ত নিরাপদ জনপদ গড়ে তোলার জন্য ইসলামী আন্দোলনের বিকল্প নাই। পি আর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে ইসলামী আন্দোলন তা বর্জন করবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে হাতপাখা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, হযরত মাওলানা ওসমান গনি তিনি বলেন, বাংলাদেশকে একটি সুন্দর এবং সার্বভৌমত্ব রাষ্ট্র গড়ে তোলার জন্য ইসলামী আন্দোলনের বিকল্প নেই। জনমত নির্বিশেষে সকলকে আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনে পাশে থাকার জন্য অনুরোধ করেন। পীর সাহেব চরমোনার হাত ধরে ইসলামী আন্দোলন, বাংলাদেশকে একটি উন্নত ও ক্ষুধা মুক্ত দেশে রূপান্তরিত করবে।

এছাড়া অনুষ্ঠানে, ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর জেলা, উপজেলা ও ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর