মাসুদুর রহমান শেখ, বেনাপোল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নে গণসংযোগ করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে শিকড়ির বটতলা থেকে শুরু হওয়া এ গণসংযোগে পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। গণসংযোগে নারীসহ বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
স্থানীয় ভোটারদের মতে, নিয়মিত মাঠে উপস্থিতি, জনসংযোগ এবং মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার কারণে নুরুজ্জামান লিটন ইতোমধ্যেই ভোটারদের কাছে আস্থা তৈরি করতে সক্ষম হয়েছেন।
গণসংযোগে বক্তব্য রাখতে গিয়ে নুরুজ্জামান লিটন বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী এখনো তাদের পুরনো অতীত ভুলে যায়নি। বিএনপির কাঁধে চড়ে রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েও তারা নিজেদের ইসলামী দল বলে দাবি করে। অথচ জামায়াত একটি রাজনৈতিক দল, কোনো ইসলামী দল নয়।”
তিনি আরও বলেন, “ইসলামের গভীর জ্ঞান যাদের আছে, আন্তর্জাতিকভাবে যারা খ্যাতিসম্পন্ন, তারাই প্রকৃত ইসলামী দলের নেতৃত্ব দিতে পারেন। হেফাজতে ইসলামকে আমরা ইসলামী দল মনে করি, কারণ তারা ইসলাম রক্ষায় আন্দোলন করেছে। অথচ জামায়াত ইসলামের নামে কোনো আন্দোলন করেনি, বরং মানুষকে বেহেশতের টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছে, যা ইসলামবিরোধী।”
গণসংযোগে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সহসভাপতি আব্দুল মজিদ, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে এ গণসংযোগের আয়োজন করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।






