Wednesday, November 5, 2025

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গোগা ইউনিয়নে গণসংযোগ করলেন নুরুজ্জামান লিটন

মাসুদুর রহমান শেখ, বেনাপোল: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার ৬নং গোগা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সদ্দারের সঙ্গে নিয়ে ইউনিয়নের সবগুলো ওয়ার্ডে গণসংযোগ, পথসভা ও কুশল বিনিময় করেন। এ সময় বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গণসংযোগে নুরুজ্জামান লিটন স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের প্রতিশ্রুতি দেন। তিনি নিয়মিতভাবে সকাল, বিকেল ও রাতে এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ ও দোয়া প্রার্থনা করে আসছেন বলেও জানান।

দিনের শুরুতে তিনি গোগা বাজারের মসজিদে নেতাকর্মীদের নিয়ে যোহরের নামাজ আদায় করেন। পরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সদ্দারের বাড়িতে মধ্যাহ্ন ভোজনের পর বিকেলে বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও পথসভা করেন।

সকাল ১১টার দিকে পাঁচভুলাট থেকে তার নেতৃত্বে গণসংযোগ শুরু হয়। স্থানীয় ব্যবসায়ী, তরুণ ভোটার এবং প্রবীণদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত ভোটারদের মতে, নিয়মিত মাঠে অবস্থান ও জনসংযোগের কারণে নুরুজ্জামান লিটন ইতোমধ্যেই এলাকায় পরিচিতি ও আস্থা অর্জন করেছেন।

গণসংযোগে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সহ-সভাপতি আব্দুল মজিদ, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সদ্দারসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ও মির আলম, বেনাপোল পৌর কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক জামাল হোসেন, বেনাপোল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোইমিনুল সাগর এবং বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা গণসংযোগে অংশ নেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর