Wednesday, November 5, 2025

মনোনয়ন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, “মনোনয়ন নিয়ে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”

সোমবার এক প্রেস ব্রিফিংয়ে রিজভী অভিযোগ করেন, একটি মহল নানা অপতথ্য প্রচারের মাধ্যমে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে। তিনি বলেন, “বিভিন্ন গণমাধ্যমে দলের কথিত মনোনয়নের তালিকা প্রকাশ করে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর ষড়যন্ত্র চলছে।”

রিজভী স্পষ্ট করে বলেন, বিএনপির মনোনয়ন সবুজ সংকেতের মাধ্যমে নয়, বরং দলের গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত হয়। এ ছাড়া কোনো সংবাদমাধ্যমে প্রকাশিত মনগড়া খবর বিশ্বাস না করতে সারাদেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। জনগণ বিরক্ত হয় এমন কোনো কাজে নেতাকর্মীদের না জড়াতে তিনি কঠোরভাবে তাগিদ দিয়েছেন। ডোর টু ডোর প্রচারের মাধ্যমে বিএনপির ৩১ দফা কর্মসূচি তুলে ধরতে বলা হয়েছে।”

বিএনপি জনগণের ভালোবাসায় বিশ্বাস করে জানিয়ে রিজভী বলেন, “জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস। জনগণ আমাদের সঙ্গে থাকলে কোনো প্রোপাগান্ডাই বিএনপিকে দুর্বল করতে পারবে না।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর