Wednesday, November 5, 2025

খুলনার পাইকগাছায় বিএনপি নেতা মোশারফ হোসেনের মৃত্যুকে ঘিরে রহস্য

খুলনার পাইকগাছা পৌরসভার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন (৪৪) দলীয় প্রতিপক্ষের মারধরের শিকার হয়ে ক্ষোভে-অপমানে বিষপান করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার পাইকগাছা পৌরসভা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ গ্রুপের পক্ষে সভাপতি প্রার্থী ছিলেন মিরাজ ও সাধারণ সম্পাদক প্রার্থী সেলিম রেজা লাকি।
অন্যদিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বহিষ্কৃত এনামুল হকের অনুসারী সভাপতি প্রার্থী ছিলেন আসলাম পারভেজ এবং সাধারণ সম্পাদক প্রার্থী কামাল আহমেদ সেলিম নেওয়াজ। মোশারফ মজিদ গ্রুপের সমর্থক হিসেবে সাধারণ সম্পাদক প্রার্থী লাকির পক্ষে প্রচারণায় অংশ নেন।

হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে সেলিম রেজা লাকি সাংবাদিকদের বলেন, “সম্মেলনের দিন বিকেল ৩টার দিকে পৌর বিএনপির একজন নেতা মোশারফকে গালাগাল ও মারধর করেন। আগেও তাকে হুমকি দেওয়া হয়েছিল। অপমানের কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।”

এ বিষয়ে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু জানান, পারিবারিক মনোকষ্টে তিনি বিষপান করেছিলেন বলে জানা গেছে। হামলা বা অপমানের বিষয়ে বিস্তারিত না জেনে মন্তব্য করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

নিহত মোশারফের ঘনিষ্ঠ বন্ধু অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন বলেন, “মোশারফ দলকে ভালোবাসতেন এবং আবেগী ছিলেন। তাকে শারীরিকভাবে মারধর করা হয়েছিল, এজন্য তিনি অপমানিত হন। ভোরে তার মেয়ে ফোন করে জানায়, আব্বু বিষ খেয়েছেন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আইসিইউ না পাওয়ায় গাজী মেডিকেলে আনা হয়।”

তিনি আরও দাবি করেন, “মোশারফ আত্মহত্যা করতে পারেন না; তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর