Wednesday, November 5, 2025

চৌগাছায় জামায়াতে ইসলামী’র ৫ দফা দাবিতে লিফলেট বিতরণ

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ৫ দফা দাবিতে লিফলেট বিতরণ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বাজারের বিভিন্ন সড়কে এ লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমির মাওলানা গোলাম মোরশেদ, নাইবে আমির নুরুল ইসলাম, সেক্রেটারি নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি রহিদুল ইসলাম খান, মাস্টার কামাল আহমেদ, গিয়াস উদ্দিন ও পৌর আমির আব্দুল খালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

লিফলেটে যে ৫ দফা দাবি উত্থাপন করা হয় তা হলো—
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
২. আসন্ন নির্বাচনে উভয় পক্ষে পিয়ার পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরি।
৪. বর্তমান সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচার দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এ সময় জামায়াতে ইসলামী’র নেতৃবৃন্দ দাবি বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর