Wednesday, November 5, 2025

চৌগাছায় বিএনপির নাম ভাঙিয়ে কয়েকজন বেপরোয়া, বিএনপির বিবৃতি

প্রেস বিজ্ঞপ্তি

চৌগাছায় বিএনপির নাম ভাঙিয়ে কয়েকজন বেপরোয়া হয়ে উঠেছে। তাদের মধ্যে রয়েছেন চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের সাত্তারের ছেলে হাদিউজ্জামান, রোস্তম আলীর ছেলে লেন্টু ও মৃত সবেদ আলীর ছেলে সোহেল রানা। তাদের বিএনপির কোনো পদ-পদবি না থাকলেও দাপটে ঘুরে নিজেদের বিএনপির কর্মী পরিচয় দিচ্ছেন। বিষয়টি যশোর জেলা বিএনপির নজরে এসেছে।

বুধবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির অবস্থান স্পষ্ট করা হয়েছে। জানানো হয়েছে, ওই তিনজন সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নানা অপকর্মে জড়িত। জগন্নাথপুর গ্রামে একটি হত্যা মামলার বাদীকে ভয়ভীতি দেখিয়ে মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছেন, এমনকি প্রাণনাশের হুমকিও দিচ্ছেন। অথচ বিষয়টি পুলিশ প্রশাসনকে বাদী জানালেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।

বিএনপির পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলা হয়েছে—তারা বিএনপির কেউ নন। এতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বিএনপি জনবিরোধী কোনো কর্মকাণ্ডে প্রশ্রয় দেয় না। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের তাদের সঙ্গে সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর