Wednesday, November 5, 2025

কাশিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই তরফদারের মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি: যশোর সদরের কাশিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক ওয়াহিদুজ্জামান মিলনের পিতা আব্দুল হাই তরফদারের ২০তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার।

এ উপলক্ষে বাদ আছর দৌলতদিহি তরফদারপাড়া জামে মসজিদে মরহুমের স্মরণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে তার পরিবার। মরহুমের বড় ছেলে সাংবাদিক ওয়াহিদুজ্জামান মিলন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, ২০০৫ সালের ৭ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ১৬ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

মরহুম আব্দুল হাই তরফদার কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি এলাকায় সকলের কাছে প্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর