বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন বয়সের ভারে নুয়ে পড়েননি। ৮৩ বছর বয়সেও তিনি অভিনয় ও সঞ্চালনায় সমান দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। অথচ তার লিভারের প্রায় ৭৫ শতাংশই অকার্যকর হয়ে গেছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, আশির দশকের শুরুতে ‘কুলি’ ছবির শুটিং চলাকালে স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন অমিতাভ। তখনই তিনি ‘হেপাটাইটিস বি’ ভাইরাসে আক্রান্ত হন, যা ধীরে ধীরে তার লিভারের বড় একটি অংশ নষ্ট করে দেয়।
১৯৮২ সালে ওই দুর্ঘটনার পর চিকিৎসার জন্য প্রায় ২০০ জন মানুষ তাকে রক্ত দেন। তাদের মধ্যে একজনের শরীরে ছিল ‘হেপাটাইটিস বি’ ভাইরাস, যা অমিতাভের শরীরে সংক্রমিত হয়। ২০০০ সালের আগে পর্যন্ত তিনি এ বিষয়টি জানতে পারেননি।
বর্তমানে সুস্থ থাকতে খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন এনেছেন অমিতাভ। তিনি মাছ-মাংস খান না; নিয়মিত ডাল, সবজি, রুটি এবং বেশিরভাগ দিন দই-ভাত খেয়ে থাকেন। এছাড়া আমলা ও তুলসীর রস পান করেন। মদ্যপান ও ধূমপান একেবারেই ত্যাগ করেছেন তিনি।
যক্ষ্মা ও লিভারের জটিলতা নিয়েও দিনে ৮-১০টি ওষুধ খেয়ে সঞ্চালনার কাজ চালিয়ে গেছেন অমিতাভ বচ্চন। তবুও বলিউডে তার উপস্থিতি এখনো সমান প্রাণবন্ত।
অনলাইন ডেস্ক/আর কে-০৭







