Friday, December 5, 2025

বিশেষ অনুষ্ঠানমালায় স্মরণ করা হচ্ছে ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহকে

ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। দিনটি ঘিরে বৈশাখী টেলিভিশন আয়োজন করেছে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা।

প্রতিষ্ঠানটির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বৈশাখী সকালের গান’ অনুষ্ঠানে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী আগুন। এরপর প্রচারিত হবে নায়কের অভিনীত দুটি ছবি।

বিশেষ অনুষ্ঠানমালায় স্মরণ করা হচ্ছে ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহকেসকালে প্রচারিত হবে শিবলি সাদিক পরিচালিত ‘অন্তরে অন্তরে’ সিনেমা, যেখানে মৌসুমীর সঙ্গে জুটি বেঁধেছিলেন সালমান শাহ। ছবিটিতে আরও অভিনয় করেছেন আনোয়ারা, রাজিব, নাসির খান, শওকত আকবর ও ফকরুল হাসান বৈরাগী। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমাটি সে সময় দারুণ সাড়া ফেলে।

দুপুর আড়াইটায় দেখানো হবে ছটকু আহমেদ পরিচালিত ‘সত্যের মৃত্যু নেই’ সিনেমা। এতে সালমান শাহর পাশাপাশি অভিনয় করেছেন শাহনাজ, শাবনূর, শাবানা, আলমগীর, মিশা সওদাগরসহ অনেকে। ১৯৯৬ সালে নায়কের মৃত্যুর মাত্র এক সপ্তাহ পর মুক্তি পায় এ সিনেমাটি, যা পরবর্তীতে ব্যবসাসফল হিসেবে আলোচিত হয়।

ছবিটির একটি গান ‘চিঠি এল জেলখানাতে’ তখন দর্শকদের আবেগে ভাসায়। ছটকু আহমেদের ভাষ্য, “প্রিয় নায়কের মৃত্যু মানতে না পেরে হলে হলে দর্শকের মধ্যে কান্নার রোল পড়ে।”

মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমা করে ঢাকাই চলচ্চিত্রে নতুন অধ্যায় লিখে গেছেন সালমান শাহ। ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩) দিয়ে অভিষেকের পর একে একে ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘প্রেম যুদ্ধ’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘শুধু তুমি’, ‘আনন্দ অশ্রু’, ‘বুকের ভেতর আগুন’সহ একের পর এক হিট সিনেমা উপহার দেন তিনি।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দারিয়াপাড়ায় জন্ম নেওয়া সালমান শাহ শৈশবে ছায়ানটে সংগীতের পাঠ নিয়েছিলেন। বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে বিনোদনজগতে পা রাখা এই নায়ক সিনেমায় আসার আগেই সামিরা হককে বিয়ে করেছিলেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর মৃতদেহ উদ্ধার হয়। আত্মহত্যার কথা বলা হলেও পরিবার ও ভক্তদের দাবি, তাকে হত্যা করা হয়েছে। তাঁর মা নীলা চৌধুরী বলেন, “সালমান শাহকে হত্যা করা হয়েছে। আর যদি আত্মহত্যাও করে- সেটা সামিরার কারণে।” তিনি জানিয়েছেন, বর্তমান মামলা শেষ না হলে নতুন করে হত্যা মামলা করবেন।

তুমুল জনপ্রিয় এ নায়কের মৃত্যু রহস্য এখনো প্রজন্মের আলোচনায়, আর তাঁর চলচ্চিত্র ও গান আজও দর্শকের হৃদয়ে বেঁচে আছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর