Friday, December 5, 2025

ফেরদৌসের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন শ্রীলেখা

টলিগঞ্জে নায়ক-নায়িকাদের বন্ধুত্ব কিংবা প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। সম্প্রতি এমনই এক আলোচনায় উঠে এসেছে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ ও কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্রের নাম।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন শ্রীলেখা। তিনি জানান, পরিচালক স্বপন সাহার ‘সিংহ পুরুষ’ ছবির মাধ্যমে ফেরদৌসের সঙ্গে তার পরিচয়। শান্ত ও নম্র স্বভাবের কারণে অভিনেতাকে ভালো লেগেছিল তার।

পরবর্তীতে কলকাতায় ফেরার পর পরিচালক বাসু চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় শ্রীলেখা ফেরদৌসের নাম প্রস্তাব করেন। তার হাত ধরেই ফেরদৌস টলিউডে অভিষেক ঘটান ‘হঠাৎ বৃষ্টি’ ছবির মাধ্যমে।

তবে গুঞ্জন প্রসঙ্গে শ্রীলেখা সাফ জানালেন, কারও নাম পরিচালকের কাছে বললেই যে প্রেম, তা নয়। আমি শুধু অভিনেতাদের নয়, অনেক অভিনেত্রীর নামও প্রস্তাব করি পরিচালকদের কাছে।

অনলাইন ডেস্ক/আর কে-০৬

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর